জয়পুরহাট  ৭২৭ বোতল  ফেন্সিডিল উদ্ধার, ট্রাকসহ আটক-৩

সুপ্রভাত বগুড়া (এম রাসেল আহমেদ জয়পুরহাট): জয়পুরহাট পাথর বোঝায় ট্রাক থেকে ৭২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শুক্রবার ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বটতলী এলাকা থেকে এসব উদ্ধার করে র‌্যাব।

এঘটনায় ট্রাকসহ তিনজন মাদক কারবারিকে আটক করে র‌্যাব। আটককৃতরা হলেন, জেলার কালাই উপজেলার মোলামগাড়ী এলাকার সিরাজুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩৫), মৃত ইন্দাজুল তালুকদারের ছেলে ওবায়দুল তালুকদার (২২) ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত মজের আলীর ছেলে মাহাবুব আলী (৩৫)।

Pop Ads

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কোমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. মোহাইমেনুর রশিদ (পিপিএম-সেবা) বলেন, পাথর বোঝায় ট্রাকে ফেন্সিডিল বহন করে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে।

এমন গোপন সংবাদ পেয়ে ভোরে পাঁচবিবি উপজেলার বটতলী এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝায় ট্রাক থেকে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর কর্যক্রম চলছে।