পটুয়াখালীতে ৫৯ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ শাপলাপাতা ও পিতম্বর মাছ জব্দ

3
পটুয়াখালীতে ৫৯ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ শাপলাপাতা ও পিতম্বর মাছ জব্দ

পটুয়াখালীর মহিপুরে নিষিদ্ধ ৫০ মণ শাপলাপাতা মাছ, ১ মণ হাঙর ও সাড়ে ৭ মণ পিতম্বর মাছসহ একটি মাছ ধরার ট্রলার আটক করেছে নিজামপুর কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে মৎস্য বন্দর মহিপুরের খাপড়াভাঙ্গা নদী সংলগ্ন একটি বরফ কলের সামনে থেকে ট্রলারটি জব্দ করা হয়।

সংশ্লিষ্টদের হিসাবমতে, জব্দ করা এসব মাছের বাজারমূল্য প্রায় সাড়ে ৫৮ লাখ টাকা।

Pop Ads

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রলারটি জব্দ করা হয়। পরে মহিপুর বন বিভাগের উপস্থিতিতে রাতেই এসব মাছ মাটিচাপা দেয়া হয়। এ ছাড়া এসব মাছ আর ধরবে না বলে জেলেরা মুচলেকা দিলে ট্রলারটি ছেড়ে দেয়া হয়।

নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আবু রাশেদ সুমন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাপলাপাতা মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ। গোপন সংবাদর ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে। সাগর নিরাপদ রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।