প্রোটিয়াদের থামাতে টাইগারদের অনুপ্রেরণায় নেদারল্যান্ডস

25
প্রোটিয়াদের থামাতে টাইগারদের অনুপ্রেরণায় নেদারল্যান্ডস

পরাজয়ের বৃত্ত ভাঙতে এবার শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। চলমান আসরে দুর্দান্ত গতিতে ছুটছে ক্লাসেন-রাবাদারা। তবে তাদেরকে হারিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডস। এটা যেকোনো দলের জন্যেই সাহস কিংবা অনুপ্রেরণা। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও তাই মনে করেন। মুম্বাইয়ের রঙিন দুনিয়ায় বিশ্বকাপে রং ছড়াতে নেদারল্যান্ডসের কাছ থেকে প্রেরণা নিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারাতে চান তারা।

হোক প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা এই বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরের মালিক। নিজেদের দিন হলে তাদেরও গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে বাংলাদেশ। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাকিবও ডাচদের পারফরম্যান্সের কথা স্মরণ করিয়ে দেন। প্রোটিয়াদের পারফরম্যান্সের সাদৃশ্য-বৈসাদৃশ্য তুলে ধরে টাইগার দলপতি বোঝাতে চাইলেন, উড়তে থাকা দলকেও কখনও কখনও মাটিতে নেমে আসতে হয়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংলিশদের গুঁড়িয়ে দেওয়া প্রোটিয়াদের আজ মাটিতে নামাতে চায় টাইগার বাহিনী।

Pop Ads

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, ‘স্পিনাররা প্রভাব ফেলতে পারতো যদি এই মাঠটা না হতো। এই মাঠের কারণেই হয়তো স্পিনাররা অতো বেশি ইফেক্ট নাও ফেলতে পারে। এখানে মাঠ ছোট, হাইস্কোরিং ম্যাচ হয়। আমরা সেভাবে প্ল্যান করছি। নেদারল্যান্ডস তাদের অল্প রানে আটকে ফেলেছে। সেখান থেকে অনেক কিছু নেওয়ার চেষ্টা করবো। শেষ ১-১.৫ বছরের পারফরম্যান্স নিয়ে প্ল্যান করা হবে। প্ল্যান তো থাকেই কিন্তু সফল হয় না। আশা করছি কালকে(আজ) আমাদের ভালো দিন যাবে এবং প্ল্যান সফল হবে।’

পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান সাত নম্বরে। ৪ ম্যাচের মধ্যে মাত্র ১ ম্যাচ জিতেও পয়েন্ট টেবিলে এই অবস্থানের পেছনে বাকি দলগুলোর প্রভাবটা সাকিবও স্বীকার করলেন। সেই সঙ্গে এও জানিয়ে রাখলেন যে, এবার নিজেরা দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে চান, ‘পয়েন্ট টেবিল দেখলে মনে হবে না আমরা খুব বেশি বাজে অবস্থায় আছি। সত্যি কথা (হাসি)। অন্যান্য দল আমাদের সাহায্য করছে। এখন আমাদের দায়িত্ব আমাদের নিজেদের সাহায্য করা।’

বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ের নিচের দল আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরের তিনটি ম্যাচ খেলতে হয় ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে। সে ম্যাচগুলো হেরেছেন সাকিবরা। যদিও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ভালো খেলছে না। গতকাল পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশকেও নিচে নামিয়ে দিয়েছে আফগানরা। টাইগাররা তিন ম্যাচ হেরে এখন পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। আজ দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে বিশ্বকাপে বাংলাদেশের মোমেন্টামই ঘুরে যেতে পারে। সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘পয়েন্ট টেবিল দেখলে এখনও আমাদের সম্ভাবনা আছে। অন্যরা হেরে আমাদের সম্ভাবনা তৈরি করে দিচ্ছে। সুযোগটা আমাদেরই নিতে হবে। এখনও পাঁচটি ম্যাচ বাকি আছে। এই ম্যাচ জিতে গেলে যে কোনো কিছুই হতে পারে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ আশা দেখতে পারে দলটির বিপক্ষে পরিসংখ্যান দেখেও। এখন পর্যন্ত বিশ্বকাপে চারবারের দেখায় বাংলাদেশ দুটিতে এবং দক্ষিণ আফ্রিকা দুটিতে জয় পেয়েছে। ২০১৯ সালের আগে ২০০৭ সালের আসরে প্রোটিয়াদের বিপক্ষে ৬৭ রানে জিতেছিল টাইগাররা।

এছাড়া গত বছর দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারিয়েছেন তামিম ইকবালরা। এইডেন মার্করামের স্বদেশিরা সে রেকর্ডের কথা ভোলেননি। এবার বিশ্বমঞ্চেও এটা পুনরাবৃত্তির পালা।