বগুড়ার সারিয়াকান্দিতে মাস্ক ব্যবহার না করায় মোবাইল কোর্টে ১৫ জন কে জরিমানা

বগুড়ার সারিয়াকান্দিতে মাস্ক ব্যবহার না করায় মোবাইল কোর্টে ১৫ জন কে জরিমানা। ছবি-সনি

সুপ্রভাত বগুড়া (সামিউল ইসলাম সনি): বগুড়ার  সারিয়াকান্দি জনসাধারণের মাঝে সচেতনতার লক্ষ্যে অভিযানে ১৫ টি মামলায় মোট ৩৫০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন, সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক।

রবিবার সকালে থানা পুলিশের সহযোগিতায়  পৌর এলাকার বিভিন্ন মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সময় মাস্ক ব্যবহার না করায় ১৫ জনকে দন্ড বিধি ১৮৬০ সালে (২৬৯)  ধারায়  ৩ হাজার ৫’শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

Pop Ads

অভিযানকালে সহযোগিতা করেন, সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, উপজেলা ভূমি অফিসের পেসকার তৌফিক আহম্মেদ, অফিস সহায়ক তৈয়ব আলী।

এবিষয়ে সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  দেওয়ান আকরামুল হক অনলাইন গণমাধ্যমকে জানান, আগামী শীত কে সামনে রেখে সরকারি নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার  করার জন্য এ অভিযান অব্যাহত চলবে।