বগুড়ার পাইকারি বাজারে দাম কমেছে সব ধরনের দেশি মাছের

বগুড়ার পাইকারি বাজারে দাম কমেছে সব ধরনের দেশি মাছের।

সুপ্রভাত বগুড়া (অর্থ ও বাণিজ্য): বগুড়ায় পাইকারি বাজারে কমেছে সব ধরনের দেশি মাছের দাম। পাইকারি ক্রেতারা তুলনামূলক কম দামে মাছ কিনতে পেরে দারুণ খুশি। নদী ও খালে-বিলে বেশি মাছ ধরা পড়ায় দাম কমেছে বলে জানান আড়তদাররা।

প্রতিদিন ভোর থেকেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর হয়ে উঠে বগুড়ার চাষি পাইকারি মাছের বাজার। জেলার দূর-দূরান্ত থেকে পাইকারি ক্রেতারা আসেন মাছ কিনতে। পাইকারি আড়তে পছন্দের মাছ কম দামে কিনতে পেরে সন্তুষ্ট তারা।

Pop Ads

বিক্রেতারা জানান, তারা এই পাইকারি বাজার থেকে কম দামে মাছ কিনে খুচরা বাজারে কম দামে বিক্রি করতে পারছেন। দাম কম হওয়ায় তাদের বেচাবিক্রি বেড়েছে।

যমুনা নদী, চলনবিলসহ বিভিন্ন জলাশয় থেকে মাছ আসে এই চাষি বাজারে। ছোট মাছ থেকে শুরু করে চিতল বোয়াল আইড় সব প্রজাতির মাছ বিক্রি হয় এ বাজারে।

বেচাকেনা ভালো হওয়ায় খুশি আড়তদাররাও। প্রতিদিন এই পাইকারি বাজারে ২০০ থেকে ৩০০ মণ মাছের সরবরাহ হয়। বিক্রি হয় কোটি টাকার।