বগুড়ার শেরপুরে পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে জুয়ারী নিখোঁজ !

বগুড়ার শেরপুরে পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে জুয়ারী নিখোঁজ ! ছবি-দৌলত

সুপ্রভাত বগুড়া (দৌলত জামান): বগুড়ার শেরপুরে বাঙালী নদীতে নৌকায় জুয়া খেলছিলেন আব্দুল হাই নামের এক কলেজ প্রভাষক। ওই সময় পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি। এ জুয়া খেলার ঘটনায় সিরাজগঞ্জের কাজীপুর পৌরসভার প্যানেল মেয়রসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (৭ অক্টোবর) দুপুর পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের বাঙালী নদীর জোরগাছা আওলাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণি জানান, জোরগাছা আওলাকান্দি এলাকায় নৌকায় জুয়ার আসর বসানো হয়েছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

Pop Ads

এ সময় পুলিশ দেখে দুইজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এছাড়াও পালানোর সময় সিরাজগঞ্জের কাজীপুর পৌরসভার প্যানেল মেয়র তাছির উদ্দিন (৫০), ধুনট উপজেলার চান্দিয়ার গ্রামের আল হেলাল (৩৮), শেরপুর শহরের দত্তপাড়ার মানিক তাম্বুলী (৩৬), শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামের রফিকুল ইসলামকে (৪০) গ্রেফতার করা হয়।

অভিযানে একটি নৌকা, নগদ ৩৩ হাজার ৪৬০ টাকা, তাসসহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয় বলেও জানান তিনি। এদিকে এ ঘটনায় পুলিশ দেখে নদীতে ঝাঁপিয়ে পড়ে কাজিপুরের হরিনাথপুর কলেজের প্রভাষক আব্দুল হাই নিখোঁজ হয়েছেন বলে তার পরিবারের দাবি। বুধবার দুপুর পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃতদের জুয়া আইনের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে আব্দুল হাই নামে একজন নিখোঁজ হয়েছে নাকি আত্মগোপন করেছে সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।