বগুড়ায় শতাধিক পথশিশুকে খাদ্যসামগ্রী দিলো পথের দিশা ফাউন্ডেশন

বগুড়ায় শতাধিক পথশিশুকে খাদ্যসামগ্রী দিলো পথের দিশা ফাউন্ডেশন। ছবি-প্রতিবেদক

সুপ্রভাত বগুড়া (নিজস্ব প্রতিবেদক): পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বগুড়া রেল স্টেশন বস্তির শতাধিক সুবিধা বঞ্চিত শিশুকে খাদ্যসামগ্রী দিয়েছে পথের দিশা ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে রেল স্টেশন বস্তিতে পথের দিশা ভাসমান স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ এরশাদুল বারী এরশাদ।

বগুড়ায় শতাধিক পথশিশুকে খাদ্যসামগ্রী দিলো পথের দিশা ফাউন্ডেশন। ছবি-প্রতিবেদক

পথের দিশা ফাউন্ডেশনের সভাপতি ও ফাঁপোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মহররম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বগুড়া এডভোকেটস্ বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মোজাম্মেল হক, এপেক্স ক্লাব অব বগুড়ার চেয়ারম্যান এপেক্সিয়ান আব্দুল ওয়াদুদ, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম রেজাউল আখলাক, আকবরিয়া গ্রুপের সিনিয়র ম্যানেজার ও ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া’র সভাপতি মোঃ সিরাজুল ইসলাম।

Pop Ads

আরও উপস্থিত ছিলেন পথের দিশা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, ফেসবুক ফ্রেনৃডস্ সোসাইটি বগুড়ার সাধারণ সম্পাদক প্রতীক ওমর, তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক রাকিব আহম্মেদ মিশু, এড. কোহিনুর খানম, প্রভাষক বিউটি ইসলাম, তরুণ সমাজেসবক আতাউর রহমান, ডাকুরচক রজনীগন্ধা ক্লাবের নবনির্বাচিত সভাপতি জিয়া আলম,

ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া’র যুগ্ম-সাধারণ সম্পাদক মিদুল হাসান, নাহিদ আক্তার, কোষাধ্যক্ষ নিরব মিয়া, নির্বাহী সদস্য লেমন খান, পথের দিশা ভাসমান স্কুলের পরিচালক মোস্তফা মোঘল প্রমূখ। অনুষ্ঠানে ১২০জন সুবিধা বঞ্চিত শিশু ও বস্তির বয়োবৃদ্ধ পুরুষ ও মহিলাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বগুড়া উন্নয়ন ফোরামের অর্থায়নে প্রতিটি প্যাকেটে ছিল চাল, মসুর ডাল, বুট, চিনি, পিয়াজ, আলু, সয়াবিন তেল, লবন, মুড়ি, আটা এবং কাপড় ধোয়ার সাবান।