বদলগাছীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

5
বদলগাছীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি,:নওগাঁর বদলগাছীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিবনগর সরকারের ওপর আলোচনা সভা ও এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Pop Ads

উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী মুজিবনগর সরকারের ইতিহাস তুলে ধরে বলেন, ‘১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা বর্তমান উপজেলা মুজিবনগর স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিলো। শেখ মুজিবুর রহমান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। কিন্তু তিনি তখন পাকিস্তানে কারাগারে বন্দি। তাঁর অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোছা: আতিয়া খাতুন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি মো: মাহবুবুর রহমান পিপিএম (সেবা), উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. নাজমুল হক, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাবাব ফারহান, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক তৌফিক মান্নান পলাশ, বালুভরা ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি সুকমল কর্মকার, মথুরাপুর ইউপি সদস্য আনিসুর, আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন, অসিম প্রমুখ।