বদলগাছীতে প্রতীকী ধর্ম*ঘট পালিত

6
বদলগাছীতে প্রতীকী ধর্ম*ঘট পালিত

বদলগাছী নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় জেলা ঔষধ প্রশাসন কর্তৃক হয়রানি মূলক মামলার প্রতিবাদ ও ৭ দফা দাবি আদায়ের লক্ষে জেলার বদলগাছী উপজেলায় প্রতীকী ধর্মঘট, পথসভা, র‍্যালি ও ইউএনও বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

৫ই মে রবিবার সকাল ১১টায় বদলগাছী কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।

Pop Ads

দাবি আদায়ের লক্ষে সমিতির সভাপতি হেদায়েতুল্লা সরদার সহ অন্যান্য সদস্যবৃন্দ কর্মসূচীতে বক্তব্য রাখেন।

বক্তব্যে তাঁরা নিম্নোক্ত দাবি তুলে ধরে বলেন, অনতিবিলম্বে অবৈধ ভাবে মামলায় গ্রেফতারকারীদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে পিছুপা হবোনা। (১) ফুড সাপ্লিমেন্টস্ ও আনরেজিষ্টার্ড ঔষধ যে সকল কোম্পানি /এজেন্সি /যাহারা বাজারজাত করছেন তাদেরকে ঔষধ প্রশাসন কর্তৃক আইনের আওতায় আনা হোক।
(২)চিকিৎসক কতৃক আনরেজিষ্টার্ড প্রোডাক্টস ও ফুড সাপ্লিমেন্টস্ প্রেসক্রিপশনে লেখা বন্ধ করতে হবে এবং আনরেজিষ্টার্ড কোম্পানি সমূহকে ঔষধ প্রশাসন কর্তৃক আইনের আওতায় আনতে হবে।
(৩) ঔষধ পরিদর্শক মো. তোফায়েল আহম্মেদকে অনতি বিলম্বে নওগাঁ হতে অন্যত্র বদলির ব্যবস্হা করতে হবে।
(৪) ঔষধ প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর কর্তৃক ঔষধ ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে।
(৫) দীর্ঘ ৩৯ বছর পর নতুন ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশোধন চাই।
(৬) যত্রতত্র নিয়ম বহির্ভূত মুদি দোকানের মত ড্রাগ লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে।
(৭) অনতি বিলম্বে ঔষধ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রক্রিয়াধীন মামলা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উপরোক্ত দাবি আদায়ের লক্ষে আজ সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল প্রকার ঔষধের দোকান বন্ধ রাখা হয়েছে।
বক্তাগন তাদের বক্তব্যে আরও বলেন, প্রশাসনের সকল দপ্তরে আমরা এই সব বিষয় অবগত করলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। আজ আমরা নওগাঁ জেলার সকল উপজেলায় এই কর্মসূচি পালন করছি। আগামীতে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তোলা হবে, নয়তো অন্য কোন পেশা বেছে নিবো