বিক্রি বাড়ছে শীতের পোশাকের

12
বিক্রি বাড়ছে শীতের পোশাকের

ডিসেম্বরের মাঝামাঝি এসে শীত নামতে শুরু করায় বিক্রি বাড়ছে শীতের পোশাকের। তবে শীত কম থাকায় গত বছরের তুলনায় এ বছর বিক্রি কমেছে প্রায় অর্ধেক। তবে শীত আরও বাড়লে ব্যবসা আরও বৃদ্ধির আশা ব্যবসায়ীদের।
প্রকৃতির আচরণের খামখেয়ালিপনা, শীতকালেও নেই তেমন শীতের রাজত্ব। তবে ডিসেম্বরের মাঝামাঝিতে অনুভূত হচ্ছে শীত, তার প্রভাবে রাজধানীর কাপড়ের দোকানগুলোতে শীতের পোশাকের বিক্রি বেড়েছে কয়েকগুণ।

নভেম্বর কিংবা ডিসেম্বরের শুরুর দিকে শীত না পরায়, শীতের পোশাক বিক্রি ছিল তুলনামূলক অনেক কম। গেল কয়েকদিন ধরে শীত নামায় ক্রেতাদের আগ্রহ বাড়ছে শীতের পোশাক ঘিরে।

Pop Ads

এদিকে বিক্রেতারাও যেনো হাফ ছেড়ে বেঁচেছেন ক্রেতা সমাগম বাড়ায়। তবে গত বছরের তুলোনায় এ বছর বিক্রি অনেকটাই কম। নামিদামি মার্কেটগুলোতে গত বছর দিনে গড়ে বিক্রি হত ৬০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত। একই দোকানে এ বছর বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ হাজার টাকা করে। ফুটপাতের দোকানগুলোতে দিনে গড়ে বিক্রি হত ২০ থেকে ২৫ হাজার টাকা করে, তা এ বছর নেমে এসেছে ১০ থেকে ১২ হাজার টাকায়।

অন্যদিকে শীতের পোশাককে ঘিরে বিভিন্ন শোরুমে দেয়া হচ্ছে মূল্যছাড় ও উপহার। ক্রেতারাও আকৃষ্ট হচ্ছেন সেদিকে।