ঘামে সাজগোজের বেহাল দশা?

3
ঘামে সাজগোজের বেহাল দশা?

পাল্লা দিয়ে বেড়ে চলেছে তাপমাত্রা। নাজেহাল কমবেশি সবাই। তবে জীবনযাপন চলছে আগের মতোই। তাই অফিস, আদালত, ক্লাস কিছু থেমে নেই। গরমে সবাই বেছে নিচ্ছেন হালকা রঙের ঢিলেঢালা পোশাক। কিন্তু বিপত্তিটা ঘটে তখন যখন হালকা সাজগোজ করেন নারীরা। গরমে ঘামে সব ধুয়ে মুছে যায়। তাই এ সময়ের সাজগোজে হতে হবে একটু কৌশলী!

সাজগোজের আগে ভালো করে ত্বক পরিষ্কার করে নিন। ত্বকের রোমকূপে যেন ময়লা জমে না থাকে। মুখ পরিষ্কার করে বরফ ঘষে নিন। বরফের পানি শুকিয়ে গেলে তারপর শুরু করুন সাজ। এরপর বেছে নিন শোষণ করে এমন প্রাইমার। এই ধরনের প্রাইমার ব্যবহার করলে সাজ সহজে ধুয়ে যাবে না।

Pop Ads

চোখের সাজের ক্ষেত্রে ব্যবহার করুন ওয়াটার প্রুফ আইলাইনার। গরমে সবচেয়ে তাড়াতাড়ি গলে যায় চোখের সাজ। তাই চোখের সৌন্দর্য ধরে রাখতে ভালো একটি আইলাইনার ব্যবহার করুন। আর যদি কাজল দিতে চান সেক্ষেত্রে কাজলের উপর আইশ্যাডোর প্রলেপ দিন।

ঠোঁটে লিপস্টিক লাগানোর একটু চিনি নিয়ে স্ক্রাব করে নিন। এরপর ঠোঁটে লিপবাম লাগিয়ে একটি লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে নিন। গরমে ম্যাট লিপস্টিক ব্যবহার করাই ভালো। এতে ঘেমে গেলেও মুছে যাবে না।