ব্রাজিলকে পেছনে ফেলে মৃত্যুর দিক থেকে এগিয়ে থাকলো বাংলাদেশ

36
ব্রাজিলকে পেছনে ফেলে মৃত্যুর দিক থেকে এগিয়ে থাকলো বাংলাদেশ

টানা ২৩ বছরের ইতিহাস ভেঙে নতুন রেকর্ড গড়লো ডেঙ্গুতে মৃত্যুর পরিসংখ্যান। সবশেষ গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলের এক হাজারেরও বেশি মানুষ। সংখ্যার হিসেবে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা এক হাজার ছয় জন।

আর এর মধ্যদিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে ব্রাজিলকে পেছনে ফেলে মৃত্যুর দিক থেকে এগিয়ে থাকলো বাংলাদেশ। এর আগে গত বছর অর্থাৎ ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু হয় ১৮২ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৮৮২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, মারা যাওয়া ১৭ জনের মধ্যে রাজধানী ঢাকার ৯ জন, ঢাকার বাইরের ৮ জন।

Pop Ads

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৮৮২ জনের মধ্যে ঢাকায় ৬২৯ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ২৫৩ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৮৮ জনে।

বর্তমানে মোট ৯ হাজার ৩৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ১২০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ হাজার ২৩৭ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৯৫ হাজার ৯২৫ জন।

এরআগে, ২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একইসঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।