ভূগোল ১ম পত্র – এইচএসসি ২০২৪

4
ভূগোল ১ম পত্র - এইচএসসি ২০২৪
অধ্যায় ৩
৭৬. কোন অঞ্চলে সর্বাধিক যান্ত্রিক বিচূর্ণীভবন সংঘটিত হয়?
ক. মালভূমিতেখ. মরু অঞ্চলে
গ. সমভূমিতেঘ. নিরক্ষীয় অঞ্চলে
৭৭. ভূ-অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কী বলে?
ক. কেন্দ্রখ. উপকেন্দ্র
গ. সমকেন্দ্রঘ. পরিকেন্দ্র
৭৮. সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত?
ক. উপকূলীয় ভূমিখ. বরেন্দ্র ভূমি
গ. প্লাবন ভূমিঘ. পাহাড়ি ভূমি
৭৯. কোনটি লোকালয়ে আকস্মিক বন্যার সৃষ্টি করে?
ক. সুনামিখ. জলোচ্ছ্বাস
গ. সিডরঘ. সাইক্লোন
৮০. ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে—
 র. অভ্যন্তরীণ চাপ
  রর. অভ্যন্তরীণ তাপ
  ররর. পার্শ্ববর্তী অঞ্চলের চাপ
       নিচের কোনটি সঠিক?
ক. র ও রর  খ. র ও ররর
গ. রর ও ররর   ঘ. র, রর ও ররর
৮১. গিরিখাত অধিক গভীর ও খাড়া ঢালবিশিষ্ট হলে তাকে কী বলে?
ক. ক্যানিয়নখ. স্পার
গ. কাসকেডঘ. জলপ্রপাত
৮২. কোন নদী বিভক্ত হয়ে সুরমা ও কুশিয়ারা নদী গঠন করে?
ক. নাফখ. ভাগীরথী
গ. বরাকঘ. তিতাস
৮৩. নিচের কোনটি যমুনার দীর্ঘতম উপনদী?
ক. ধরলাখ. করতোয়া
গ. তিস্তাঘ. আত্রাই
৮৪. ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
ক. চীনখ. ইতালি
গ. জাপানঘ. ইন্দোনেশিয়া
৮৫. সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে কী হয়?
ক. আগ্নেয়গিরিখ. সুনামি
গ. বিচূর্ণীভবনঘ. ক্ষয়ীভবন
৮৬. বড় প্লেটের সংখ্যা কয়টি?
ক. ৩টিখ. ৭টি
গ. ২০টিঘ. ২৭টি
৮৭.  ঝ-তরঙ্গ (ঝবপড়হফধৎু ডধাব) কোন ধরনের বস্তুর মধ্য দিয়ে প্রবাহিত হয় না?
ক. কঠিনখ. গ্যাসীয়
গ. অর্ধতরলঘ. তরল
৮৮. অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ কোনটি?
ক. মাওনাকেয়াখ. মাওনালোয়া
গ. ফুজিয়ামাঘ. লাসেনপিক
৮৯. বাংলাদেশে ভূমিধসের কারণ কোনটি?
ক. বনভূমি সৃষ্টিখ. উপকূলে বাঁধ নির্মাণ
গ. পাহাড় কাটাঘ. বৈজ্ঞানিক চাষাবাদ
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৭৪.ক   ৭৫.গ   ৭৬.খ   ৭৭.ক   ৭৮.ঘ   ৭৯.ক   ৮০.গ   ৮১.ক   ৮২.গ   ৮৩.খ   ৮৪.খ   ৮৫.খ   ৮৬.খ   ৮৭.ঘ   ৮৮.ক   ৮৯.গ