যুক্তরাষ্ট্রে কুমড়া প্রতিযোগিতায় ৮৩০ কেজি ওজনের কুমড়া নিয়ে হাজির এক কৃষক !

যুক্তরাষ্ট্রে কুমড়া প্রতিযোগিতায় ৮৩০ কেজি ওজনের কুমড়া নিয়ে হাজির এক কৃষক ! ছবি-সংগৃহীত

সুপ্রভাত বগুড়া (কৃষি সংবাদ): একটি কুমড়ার ওজন ৮৩০ কেজি! অবাক করার মতো হলেও বিশাল আকৃতির এই কুমড়া ফলিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কৃষক। যুক্তরাষ্ট্রের ওকলোহামার স্থানীয় সংবাদমাধ্যম টুলসো ওয়ার্ল্ড এর খবরে বলা হয়েছে, ইউটার লেহি শহরে প্রতিবারের মতো এবারও আয়োজন করা হয়েছিল কুমড়া প্রতিযোগিতার।

আর সেখানে ৮৩০ কেজি ওজনের একটি কুমড়া নিয়ে হাজির হন মোহাম্মদ সাদিক নামের এক ব্যক্তি। গ্রিনহাউজে চাষ করা সেই কুমড়া একটি প্রতিযোগিতায় নিয়ে আসা সবগুলো কুমড়াকে পেছনে ফেলে দিয়েছে। প্রতি বছরই সেখানে কুমড়া প্রতিযোগিতা হয়। শুধু আকারই নয়, কুমড়ার গুণগত মানও বিচার করেন বিচারকরা।

Pop Ads

এরপরই ঘোষণা করা হয় বিজয়ীর নাম। এবারের প্রতিযোগিতায় প্রদর্শিত হয়েছিলো অনেকগুলো কুমড়া। সবগুলোর ওজনই ৪০০ কেজির উপরে। এবার নিয়ে এই প্রতিযোগিতা ১৬তম বছরে পা দিল। প্রতি বছরই বহু চাষি নিজেদের জমিতে ফলানো কুমড়া নিয়ে আসেন।

তবে এর আগে কেউই ৮৩০ কেজি ওজনের কুমড়া প্রদর্শন করতে পারেননি। সে হিসেবে শুধু এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাবই নয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় কুমড়া ফলানোর কৃতিত্বও এখন মোহাম্মদ সাদিকের।