লবণযুক্ত চামড়া বিক্রিতে মিলছে না সরকার নির্ধারিত দাম !

লবণযুক্ত চামড়া বিক্রিতে মিলছে না সরকার নির্ধারিত দাম ! ছবি-সংগৃহীত

সুপ্রভাত বগুড়া (ব্যবসা-বাণিজ্য): লবণযুক্ত চামড়া বিক্রিতেও মিলছে না সরকার নির্ধারিত দাম। ট্যানারি মালিকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে চামড়া বিক্রি করতে হচ্ছে আড়তদারদের। ট্যানারি মালিকেরা বলছেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে নির্ধারিত দাম দিতে পারছেন না তারা।

গত বছরের চেয়ে দাম কমিয়ে দেয়া হলেও এবারও সরকার নির্ধারিত দামে বিক্রি হয়নি কোরবানির পশুর চামড়া। দাম কমিয়েও ক্রেতা পাননি অনেকে। একই অবস্থা দেখা যাচ্ছে লবণজাত চামড়া বিক্রিতেও। শনিবার রাজধানীর পাইকারি বাজার পোস্তার আড়তগুলোতে লবণযুক্ত চামড়া বেচাকেনা বাড়লেও দাম নিয়েই অসন্তোষ।

Pop Ads

সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের।
এবার প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দর ৩৫ থেকে ৪০ টাকা নির্ধারণ করে সরকার। কিন্তু আড়তদার বলছেন, নির্ধারিত দাম পাচ্ছেন না তারা।

ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ জানান, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে নির্ধারিত দাম চামড়া কিনে লাভ করা সম্ভব নয়। চামড়ার বাজারের সংকট কাটাতে রপ্তানির অনুমতি দেয়া হলেও ব্যবসায়ীরা বলছেন, প্রস্তুতি না থাকায় সেই সুযোগ নিতে পারছে না তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here