লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ৪৪ !

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ৪৪ ! ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া ডেস্ক : লিবিয়ায় মানবপাচারকারীর হাতে ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ২৬টি মামলা হয়, এর মধ্যে ১৫টির তদন্ত করছে সিআইডি।

রোববার (৪ অক্টোবর) দুপুরে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান ডিআইজি আব্দুল্লাহ হেল বাকি। গত মাসের ৩০ তারিখ বেঁচে যাওয়া ৯ জন দেশে ফেরত আসে।

Pop Ads

এসময় লিবিয়ার ভয়াবহ ঘটনার বর্ণনা দেন তারা। ২৯ বাংলাদেশিকে আটক রেখে লিবিয়ার অন্য মানব পাচারকারীর কাছে বিক্রি করে দেয় চক্রটি।

এরপর নেয়া হয় আরেক ক্যাম্পে, সেখানে ছিলো আরও ৯ বাংলাদেশি। সাথে আটক ছিলো অন্য দেশের নাগরিকরা। টাকা না পেলে প্রতিদিন পিটিয়ে মেরে ফেলা হতো ৩ থেকে ৪ জনকে।