সারিয়াকান্দিতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত সাখাওয়াত হোসেন সজল

6
সারিয়াকান্দিতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত সাখাওয়াত হোসেন সজল

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দিতে প্রথম ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৭১ টি ভোটকেন্দ্রে ৩৭ হাজার ২৪৮ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল। সজল বগুড়া-১ সারিয়াকান্দি সোনাতলা আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নানের ছেলে। তিনি আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী রেজাউল করিম মন্টু পেয়েছেন ৬ হাজার ১৫৩ ভোট। তিনি কাপ পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বী করেছেন। এ উপজেলায় ১৮ হাজার ৯৭৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লিখন মিয়া। লিখন টিউবওয়েল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ইউনুস আলী তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৩৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ হাজার ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কুলসুম পারভীন শাপলা। তিনি এ উপজেলায় প্রজাপতি প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্ব›দ্বী শাহিনূর বেগম পেয়েছেন ১৯ হাজার ৯৫০ ভোট। ১২ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলার মোট ভোটার ১ লাখ ৯৮ হাজার জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৪২ জন এবং নারী ভোটার ৯৮ হাজার ১৫৬ জন। প্রাপ্ত ভোটের শতকরা হার ২৬।