স্ত্রীর সঙ্গে অভিমান করে ছাত্রলীগ নেতার আত্মহত্যার চেষ্টা

43
স্ত্রীর সঙ্গে অভিমান করে ছাত্রলীগ নেতার আত্মহত্যার চেষ্টা

রাজধানীতে ছাত্রীলীগের এক নেতা ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে তার ঘোষণার পর আবার থানায় খবর দেয়া হয়। আত্মহত্যার প্রস্তুতির সময় তিনি আসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর তখনি পুলিশ গিয়ে হাজির। তাই তিনি আর আত্মহত্যা করতে পারেননি।

জানা যায়, রাজধানীর বনশ্রীতে ফেসবুক লাইভে এসে রামপুরা থানার ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. খালিদ সাইফুল্লাহ ফরিদ (২৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেন।

Pop Ads

রোববার (১ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি ৯৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, আত্মহত্যার ইঙ্গিত দিয়ে খালিদ সাইফুল্লাহর করা ফেসবুক লাইভের লিঙ্ক পেয়ে ১৫ মিনিটের মধ্যে তার বনশ্রী সি ব্লকের বাসার পৌঁছান তারা। স্ত্রীর সঙ্গে অভিমান করে খালিদ গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করছিলেন জানিয়ে তিনি বলেন, ‘সরাসরি আমরা গিয়ে দরজা ভেঙে উদ্ধার করেছি। ছেলেটিকে বাঁচাতে পেরে ভালো লাগছে।’