হিরো আলমের ওপর হামলার ঘটনায় মানবাধিকার কমিশনের উদ্বেগ প্রকাশ

হিরো আলমের ওপর হামলার ঘটনায় মানবাধিকার কমিশনের উদ্বেগ প্রকাশ

ঢাকা-১৭ আসনের নির্বাচনে আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো কমিশনের এক বিজ্ঞপ্তিততে এই উদ্বেগ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সোমবার (১৭ জুলাই) গণমাধ্যমে প্রকাশিত ‘হিরো আলমের ওপর হামলায় চারজন গ্রেপ্তার’- শিরোনামের একটি প্রতিবেদন জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টিগোচর হয়েছে।

Pop Ads

কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, প্রতিবেদনে বর্ণিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়।

একই সঙ্গে ঘটনাটি নির্বাচনী আচরণবিধির পরিপন্থি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এই ঘটনায় কমিশন উদ্বেগ প্রকাশ করছে।

এ ঘটনায় একটি নিবিড় তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন কামাল উদ্দিন।