৬ ঘণ্টা ভোগান্তির পর জয়পুরহাটে ট্রেন চলাচল স্বাভাবিক

৬ ঘণ্টা ভোগান্তির পর জয়পুরহাটে ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের তিলকপুরে একতা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। ঘটনার ছয় ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে সারা দেশের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ শুরু হয়েছে।

রেলওয়ে সূত্র থেকে জানা গেছে, শনিবার ভোর পাঁচটার দিকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি তিলকপুরে পৌঁছালে এর দুইটি বগি লাইনচ্যুত হয়।

Pop Ads

এতে আক্কেলপুর রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন, জয়পুরহাটে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন ও সান্তাহার রেলস্টেশনে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ও চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে যায়।

দুর্ভোগে পড়ে ট্রেনযাত্রীরা। কেউ কেউ আবার বিকল্প পথে ঢাকায় রওনা দিয়েছে। এ ঘটনার পর জয়পুরহাট, দিনাজপুর, নীলফামারীসহ সাত জেলার সাথে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে ছয় ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।