আজ থেকে বন্ধ করে দেওয়া হবে পবিত্র আল-আকসা মসজিদ !

সুপ্রভাত বগুড়া (ধর্ম ও জীবন): আজ শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হবে জেরুজালেমে অবস্থিত পবিত্র   আল-আকসা মসজিদ। সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে ওয়াক্ফ কর্তৃপক্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করে। ওয়াক্ফ বোর্ডের সদস্য হাতিল আবদুল কাদের বলেন, ‘১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা থেকে তিন সপ্তাহর জন্য ইবাদতকারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমরা আশা করি, নাগরিকরা এই নিদের্শনা বুঝতে পারবে।

Pop Ads

এটা তাদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণের জন্য করা হয়েছে।’ তবে এই সময়ে জেরুজালেমের পুরনো শহরে আজান হবে এবং ওয়াক্ফ বোর্ডের কর্মীরা আল-আকসায় নামাজ আদায়ের সুযোগ পাবেন বলে জানান তিনি।

১৯৬৭ সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করার পর দ্বিতীয়বারের মতো ওয়াক্ফ বোর্ড আল-আকসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। সূত্র : ফ্রেঞ্চ টোয়েন্টিফোর ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here