আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম মৃত্যুবার্ষিকী

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম মৃত্যুবার্ষিকী

সুপ্রভাত বগুড়া (প্রচ্ছদ): বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ ৬ আগস্ট ২০২০ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়ান দিবসে কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, বাংলা ভাষা-সাহিত্যের অনেক কিছুরই তিনি প্রথম রূপকার। তাঁর মাধ্যমেই বাংলা সাহিত্যের নতুন যুগের সৃষ্টি হয়েছে। ছোট গল্পের জনক, বাংলা গদ্যেরও আধুনিকায়নের রূপকার তিনি। বাংলা সাহিত্যকে তিনি বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।

Pop Ads

দেশজ শিক্ষার বিকাশে তিনি শান্তি নিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে তুলেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশের দেয়া নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। তিনি ছিলেন মাবতার কবি।

বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, বিশ্বব্যাপী এই করোনা মহামারিকালে রবীন্দ্রনাথের মানবতার বাণী মানুষকে ধৈয্যশীল করে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই রবীন্দ্র সাহিত্য চর্চার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here