আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিম ইকবালের অবসরের ঘোষণা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিম ইকবালের অবসরের ঘোষণা

দারুণ অধিনায়কত্বে উইন্ডিজের মাঠে ওদের হোয়াইটওয়াশের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা তামিম ইকবালের। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় নয়; ফেইসবুকে নিজের ভ্যারিফাইড পেইজে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন ওয়ানডে ক্যাপ্টেন।

গায়ানায় শনিবার ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। দলের সাফল্যের পাশাপাশি তামিম জিতে নেন ম্যান অব দা সিরিজের পুরস্কার। তবে, খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পর তিনি সামাজিক মাধ্যমে টি-টোয়েন্টি থেকে বিদায়ের কথা জানান ছোট্ট করে। “আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।”

Pop Ads

এর আগে শেষ ওয়ানডে ম্যাচে বেঞ্চে অপেক্ষমানদের সুযোগ দেয়ার কথাও জানিয়েছিলেন অধিনায়ক; সাইড বেঞ্চে থেকে ক্রিজে নামা হয়নি ঘরোয়া লিগে রেকর্ড গড়া তারকা এনামুল বিজয়ের। চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর বিজয়কে না খেলানোর কারণটাও স্পষ্ট করেছেন তামিম।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চের পর এই সংস্কণে তামিমকে আর দেখা যায়নি তাকে। চোটের কারণে কিছুদিন তাকে পাওয়া যায়নি। পরে ফিট হলেও গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান তিনি নিজের ম্যাচ অনুশীলনের ঘাটতি ও তরুণদের সুযোগ করে দেওয়ার জন্য।

বিশ্বকাপে দল ব্যর্থ হওয়ার পর তাকে দলে ফেরানোর কথা ওঠে বেশ কয়েকবারই। স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসানও তার সঙ্গে কথা বলেন কয়েক দফায়। তবে তিনি ফেরেননি। বরং গত ২৭ জানুয়ারি বিপিএল চলার সময় তিনি জানান, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ৬ মাসের বিরতি নিচ্ছেন।

সেই ৬ মাস শেষ হওয়ার দিন দশেক আগে ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান এটিকে রূপ দিলেন স্থায়ী বিদায়ে।
আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮ টি-টোয়েন্টিতে ২৪.০৮ গড়ে ও ১১৬.৯৬ স্ট্রাইক রেটে ১ হাজার ৭৫৮ রান করে তামিম শেষ করলেন তার ক্যারিয়ার।

তবে দেশের হয়ে তার ম্যাচ ৭৪টি। চারটি ম্যাচ খেলেছেন তিনি বিশ্ব একাদশের হয়ে।টি-টোয়েন্টিতে একসময় বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। এখনও তিনি আছেন রান স্কোরারের তালিকায় তিনে।