আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ চারটি কবে-কখন? বাংলাদেশে দুটি ম্যাচ যেভাবে দেখবেন..

64
আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ চারটি কবে-কখন? বাংলাদেশে দুটি ম্যাচ যেভাবে দেখবেন..

ক্রিকেটে বিশ্বকাপ চলছে। ওদিকে ইউরোপের ক্লাব ফুটবলে আপাতত বিরতি। তবে শুধু ফুটবলের প্রেমেই যাঁরা মজে থাকেন, তাঁদের জন্য সুখবর – দক্ষিণ আমেরিকান অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্ব আর ইউরোপে ইউরো বাছাইপর্বের ম্যাচ ঠিকই আছে।

তা ইউরো বাছাইপর্বের ম্যাচ তো ভারতীয় উপমহাদেশের টিভি চ্যানেলে সহজেই দেখা যায়, ঝামেলা বেঁধে যায় বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা আর ব্রাজিলের মতো দলের ম্যাচ দেখতে। এ এক বড় সমস্যাই বটে, আর্জেন্টিনা আর ব্রাজিলই এ দেশের ফুটবলপ্রেমীদের সিংহভাগের মন জুড়ে আছে কিনা!

Pop Ads

মেসির আর্জেন্টিনা আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় বাছাইপর্বে নিজেদের মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে, এরপর বুধবার সকাল ৮টায় তাদের ম্যাচ পেরুর মাঠে। আর নেইমারের ব্রাজিল শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিটে নিজেদের মাঠে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভেনেজুয়েলাকে, এরপর বুধবার সকাল ৬টায় তারা নামবে উরুগুয়ের মাঠে। বিয়েলসার উরুগুয়ের বিপক্ষে দিনিসের ব্রাজিল – ফুটবলের দুই সৌন্দর্যপূজারী কোচের অধীন দুই দলের ম্যাচটা আকর্ষণীয়ই হওয়ার কথা।

মেসির আর্জেন্টিনার মতো নেইমারের ব্রাজিলও নামবে শুক্রবার।
নেইমারের ব্রাজিলও নামবে শুক্রবার। ছবি: সিবিএফ
তা লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো ভারতীয় উপমহাদেশে কোনো টিভি চ্যানেলে দেখা যায় না, তাই ফুটবলপ্রেমীদের অবৈধ লাইভ স্ট্রিমিংয়ের ওপরই ভরসা করতে হয়। তবে এবার এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে ফিফার সৌজন্যে ব্রাজিল ও আর্জেন্টিনার অন্তত দুটি ম্যাচ বৈধভাবেই দেখার সুযোগ মিলবে।

ফিফার সম্প্রচারমাধ্যম ‘ফিফা প্লাস’-এর ওয়েবসাইট ও অ্যাপের সূচি বলছে, তারা ১৩ অক্টোবর আর্জেন্টিনা-প্যারাগুয়ে এবং একই দিনে ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে। বুধবারের ম্যাচগুলোর ব্যাপারে এখনো সেখানে কোনো ঘোষণা নেই।