আসাম-মেঘালয়ে ফের দুই দিন বৃষ্টিপাতের পূর্বাভাস

আসাম-মেঘালয়ে ফের দুই দিন বৃষ্টিপাতের পূর্বাভাস

ভারতে বন্যায় বিপর্যস্ত উত্তর ও পূর্বাঞ্চল। আসাম ও মেঘালয়ে আগামী দুই দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জারি করা হয়েছে কমলা সতর্কতা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের আসাম, মেঘালয় ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের স্থানসমূহে মাঝারি ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ফলে উল্লিখিত সময় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, সুরমা, কুশিয়ারা, তিস্তা, ধরলা, দুধকুমারসহ সব প্রধান নদ-নদীর পানি আরও বাড়তে পারে। আসামের ৩৫ জেলার ৩৩টিই এখন বন্যা কবলিত। রাজ্যের পাঁচ হাজার গ্রাম তলিয়ে গেছে বানের তোড়ে।

Pop Ads

বন্যার পানি সরাসরি প্রভাব ফেলেছে আসামের ৪২ লাখ মানুষের জীবনে। আসামের রাজধানী গোয়াহাটিতেও প্রবেশ করেছে বন্যার পানি। এদিকে, বন্যার কারণে ধসে গেছে মেঘালয়ের দুটি জাতীয় সড়ক। বন্ধ রয়েছে যান চলাচল। ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গের তিন জেলাতেও চলছে বন্যা।