উল্টো চাঁদ

5
উল্টো চাঁদ

চাঁদের ছবিটি দেখুন। এখানে আধখানা চাঁদের দুটো ছবি জোড়া লাগানো হয়েছে। দুটো ছবিই প্রায় একই সময়ে তোলা। বাম দিকের ছবিটি পৃথিবীর দক্ষিণ গোলার্ধ থেকে আমি তুলেছি।

প্রায় একই সময়ে আরেক জন ফটোগ্রাফার চাঁদের ডানদিকের ছবিটি তুলেছেন পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে। ছবি দুটো ভালো করে লক্ষ্য করে দেখুন।
পৃথিবীর দুই বিপরীত গোলার্ধ থেকে চাঁদকে সম্পূর্ণ উল্টো দেখায়। চাঁদের খানাখন্দ গুলো ভালো করে দেখলেই এটা বুঝতে পারবেন।

Pop Ads

এর কারণ হলো খুবই সহজ। পৃথিবীর গোলাকৃতির জন্য দুই বিপরীত গোলার্ধ থেকে চাঁদকে সম্পূর্ণ বিপরীত অরিয়েন্টেশনে দেখা যায়। পাশের চিত্রে এটা ব্যাখ্যা করা হয়েছে। পৃথিবী যে গোল সেটা আবারও প্রমাণিত হলো।

কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখনো পৃথিবীতে বেশ কিছু মানুষ আছে, যাদের ধারণা পৃথিবী মোটেই গোল নয়, পৃথিবী সমতল। তাদের এই ভ্রান্ত ধারণা প্রচার করার জন্য তারা ‘ফ্ল্যাট আর্থ সোসাইটি’ পর্যন্ত গঠন করেছে।‌ মার্কিন যুক্তরাষ্ট্রে‌ এই সোসাইটির সদস্য সংখ্যা সবচেয়ে বেশি। অথচ যুক্তরাষ্ট্রেই মহাকাশ নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করা হয়।