এবার বসছে না বগুড়া শহরের ঐতিহাসিক গরু ছাগলের হাট

এবার বসছে না বগুড়া শহরের ঐতিহাসিক গরু ছাগলের হাট। ছবি-দিপংকর
সুপ্রভাত বগুড়া (এ.কে দিপংকর(সদর উপজেলা প্রতিনিধি): করোনা ভাইরাস এক অদৃশ্য আতঙ্কের নাম। যাতে ভীত সারাবিশ্ব। বাদ যায়নি বাংলাদেশও। আর বগুড়া সেতো করোনার হটস্পট।
যেখানে সদরের অবস্থা সবচেয়ে বেশী নাকাল। এদিকে সামনে ঈদ উল আযহা। যেখানে প্রতি বছরের মত জমে উঠবে গরু ছাগলের হাটগুলো।
যাতে করোনা পরিস্থিতির আরও অবনতি হবে বলে ধারণা করা হচ্ছে। তাই করোনা মহামারীকে সামাল দিতে এবার বসছে না বগুড়া শহরের ঐতিহাসিক কালিতলার গরু ছাগলের হাট।
আজ সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় মাইকিং করে এ ঘোষণা জানানো হয় শহরের বিভিন্ন স্থানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here