এসএসসি প্রস্তুতি ২০২৪ : বাংলা প্রথম পত্র

13
এসএসসি প্রস্তুতি ২০২৪ : বাংলা প্রথম পত্র

                         ভ্রমণকাহিনি
                          প্রবাস বন্ধু
                          সৈয়দ মুজতবা আলী

বহু নির্বাচনী প্রশ্ন
(তৃতীয় অংশ)
১। পল্টনে আবদুর রহমান কিসের চার্জে ছিল?
ক) বাড়ির খ) বিদ্যালয়ের গ) অফিসের ঘ) মেসের
২। আবদুর রহমানের বাড়ি সম্পর্কে বলা যায়−
i. পানশির উত্তর আফগানিস্তানে অবস্থিত
ii. সেখানে আবহাওয়া খুব ভালো
iii. শীতকালে সাত দিন পর্যন্ত বরফ পড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ)i ও iii ঘ) i,iiও iii
৩। রাইফেল চালাতে পারো−উক্তিটি কার?
ক) অধ্যক্ষ জিরারের খ) আবদুর রহমানের
গ) লেখকের ঘ) কাবুলের মন্ত্রীর
৪।ফালুদা বানাতে কী লাগে?
ক) কাঁচা লঙ্কা খ) জিরা গ) চাল ঘ) বরফ
৫। কোন পাহাড় থেকে বরফ আনা হয়?
ক) কাবুল পাহাড় খ) খাইবার পাহাড় গ) পাগমানের পাহাড় ঘ) দার্জিলিংয়ের পাহাড়
৬। কখন বড় বড় গর্তে বরফ ভর্তি করে রাখা হয়?
ক) গ্রীষ্মকালে খ) শীতকালে গ) বসন্তকালে ঘ) শরৎকালে
৭। ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে কোন প্রাণীর কথা বলা হয়েছে?
ক) খচ্চর খ) গরু
গ) গাধা ঘ) ঘোড়া
৮।আবদুর রহমান আগে কোথায় ছিল?
ক) জাহাজে খ) জেলে
গ) পল্টনে ঘ) কাবুলে
৯। লেখক যেখানে থাকেন, সেখান থেকে কাবুল কত মাইলের রাস্তা?
ক) তিন মাইল
খ) আড়াই মাইল
গ) দুই মাইল
ঘ) এক মাইল
১০। আবদুর রহমানের বোঝাটি কেমন ছিল?
ক) পর্বতের মতো উঁচু
খ) পর্বতের মতো এবড়োখেবড়ো
গ) পর্বতের মতো শক্ত
ঘ) পর্বতের মতো উঁচু-নিচু
১১। লেখক আবদুর রহমানকে কী নিয়ে আসতে দেখলেন?
ক) অনেক বস্তা খ) পর্বতপ্রমাণ বোঝা গ) বড় গাড়ি ঘ) খাবারের বস্তা
১২।আবদুর রহমানের বোঝাটা কিসের থলে ছিল?
ক) দড়ির খ) পলিথিনের গ) জালের ঘ) কাপড়ের
১৩। ‘টাঙা’ কী?
ক) চাঁদোয়া খ) মশারি
গ) কাঠের বাড়ি ঘ) দুই চাকার গাড়ি
১৪। গামলা ভর্তি কিসের মাংস ছিল?
ক) গরু খ) মুরগি
গ) খাসি ঘ) দুম্বা
১৫। মাংসের গামলার মধ্যে লুকোচুরি খেলছিল কী?
ক) আলু খ) কিশমিশ গ) মসলা ঘ) পেঁয়াজ
উত্তর : ১. ঘ ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. খ ৭. গ ৮. গ ৯. খ ১০. ক ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ।

Pop Ads