এসএসসি প্রস্তুতি ২০২৪

7
এসএসসি প্রস্তুতি ২০২৪

                              নবম অধ্যায়
                           জ্ঞানমূলক প্রশ্ন

১। বাণিজ্যিক ব্যাংক জনগণের মাঝে কিসের প্রবণতা সৃষ্টি করে?
উত্তর : বাণিজ্যিক ব্যাংক জনগণের মাঝে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে।

Pop Ads

২। কোন মৌলিক উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
উত্তর : মুনাফা অর্জনের মৌলিক উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়।

৩। ব্যাংকিং কী?
উত্তর : ব্যাংকের সকল প্রকার বৈধ ও আইনসংগত কার্যক্রমকে ব্যাংকিং বলে।

৪। ব্যাংকের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর : ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন।

৫। কোন ব্যাংক মুদ্রা প্রচলন করে?
উত্তর : কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা প্রচলন করে।

৬। স্কুল ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : স্কুল ব্যাংক ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।

৭। আমানত কী?
উত্তর : ব্যাংক গ্রাহকের কাছ থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করে তাকে আমানত বলে।

৮। ক্রেডিট কার্ড কী?
উত্তর : ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ব্যক্তিগত ঋণ সুবিধাসংবলিত ইলেকট্রনিক প্লাস্টিক কার্ডকে ক্রেডিট কার্ড বলে।

৯।ব্যাংকের কাছে আমানত কী?
উত্তর : গ্রাহকদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় হলো ব্যাংকের কাছে আমানত।
১০। ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি করে?
উত্তর : গ্রাহকদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে ব্যাংক আমানত সৃষ্টি করে।

১১। মেয়াদি আমানত সর্বনিম্ন কত সময়ব্যাপী হতে পারে?
উত্তর : মেয়াদি আমানত সর্বনিম্ন এক মাসব্যাপী হতে পারে।

১২। লকার ভাড়া কী?
উত্তর : বাণিজ্যিক ব্যাংক সার্ভিস চার্জের বিনিময়ে জনগণের মূল্যবান দলিল, গহনা ইত্যাদি ব্যাংকের লকারে জমা রাখার সুযোগ দেয়, যা লকার ভাড়া নামে বিবেচিত।

১৩। ঋণ নিয়ন্ত্রণ কী?
উত্তর : ঋণের পরিমাণ কাম্য মাত্রায় বজায় রাখাকে ঋণ নিয়ন্ত্রণ বলে।

১৪। সর্বনিম্ন কতজন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়?
উত্তর : সর্বনিম্ন দুজন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়।

১৫। পাবলিক লি. ব্যাংকিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক সংখ্যা কতজন থাকে?
উত্তর : পাবলিক লি. ব্যাংকিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক সংখ্যা সাতজন।

১৬। কার অনুমোদন ছাড়া ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব নয়?
উত্তর : কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

১৭। ঝুঁকিবহুল ব্যবসায় কোনটি?
উত্তর : ব্যাংকিং একটি ঝুঁকিবহুল ব্যবসায়।

১৮। তারল্য কী?
উত্তর : গ্রাহকদের চেকের অর্থ চাহিবামাত্র পরিশোধের ক্ষমতাকে ব্যাংকের ভাষায় তারল্য বলে।