ক্যান্সারে প্রাণ হারালেন দেশের জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের

ক্যান্সারে প্রাণ হারালেন দেশের জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের। ছবি-সংগৃহীত

সুপ্রভাত বগুড়া (বিনোদন): দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন দেশের জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ক্যান্সারে আক্রান্ত ছিলেন ‘বদি’ খ্যাত এই অভিনেতা। জানা যায়, গুরুতর অসুস্থ হয়ে পড়লে আব্দুল কাদেরকে গত ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। ১৫ ডিসেম্বর জানা যায় তিনি ক্যান্সারে আক্রান্ত। তবে চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসায় তেমন কোনো অগ্রগতি হয়নি।

Pop Ads

কেমোথেরাপি সহ্য করার মতো শারীরিক সক্ষমতাও তার ছিল না। পরে তাকে নিয়ে এসে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রসঙ্গত, কোথাও কেউ নেই ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন আব্দুল কাদের।

এর পর আর পেছনে যেতে হয়নি তাকে। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি।