গাবতলীতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ (ধান-চাল ) ক্রয়ের উদ্বোধন

সুপ্রভাত বগুড়া (দৌলত): বগুড়ার গাবতলী খাদ্য বিভাগের উদ্যোগে অভ্যন্তরীন বোরে সংগ্রহ ২০২০ এর (ধান-চাল ক্রয়ের) উদ্বোধন করা হয়েছে। ১২মে মঙ্গলবার গাবতলী সদর খাদ্য গুদামে ফিতা কেটে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।

এসময় তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার। কৃষক যেন তার ন্যার্যমূল্যে ধান-চাল বিক্রয় করতে পারে এজন্য কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। একইসাথে প্রকৃত কৃষকের কাছ থেকেই ধান-চাল সংগ্রহ করতে হবে।

Pop Ads

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওনক জাহান, উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম ভূলন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা জালাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন উর রশিদ, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান,

জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, পৌর আ’লীগের আহবায়ক আজিজার রহমান পাইকার, বগুড়া-৭আসনের এমপি’র গাবতলী প্রতিনিধি যুবলীগ নেতা সাব্বির হাসান জাফরু পাইকার,

পিআইও রাশেদুল ইসলাম, গাবতলী খাদ্য গুদাম কর্মকর্তা নাজমুল আলম, খাদ্য পরিদর্শক আবু বক্কর, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল প্রমুখ।

গাবতলী সদর খাদ্য গুদাম কর্মকর্তা নাজমুল আলম স্থানীয় সাংবাদিকদের জানান, গাবতলী উপজেলার ৩টি খাদ্যগুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬টাকা কেজি দরে ২হাজার ৫’শ ১মেঃ টন ধান এবং ৩৬টাকা কেজি ৩হাজার ১’শ ১৬মেঃ টন চাল ক্রয় করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here