‘জয় বাংলা না বললে আমার হিট আসে না’

9
জয় বাংলা না বললে আমার হিট আসে না’

ঝালকাঠি-১ আসনে বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, ‘আমি জয় বাংলার লোক। জয় বাংলা না বললে আমার হিট আসে না। ১৯৭১ সালে আমি জয় বাংলা বলেছি। মাঝখানে কোথা থেকে কী হয়ে গেল। নিয়তির পরিণতি, ইচ্ছা থাকলেও সব কিছু সব খানে বলা যায় না। হয়ত বা বলিনি।’

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাজার এলাকায় এক পথসভায় তিনি এ সব কথা বলেন।

Pop Ads

শাহজাহান ওমর বলেন, ‘আপনারা আমার আচরণে অতীতে ব্যথিত হলে আমি ক্ষমা-প্রার্থী। আপনারা অনুগ্রহপূর্বক আমাকে বাঁকা চোখে দেখবেন না। আমি আপনাদেরই লোক। আমি চেষ্টা করেছি- সবার সঙ্গে মিলে-মিশে কাজ করতে। আমার জীবন-যৌবন তো রাজাপুরের মাটিতে গেল। ৫০ বছর আমি আপনাদের পাড়া-গায়ে, কাঁদায়, সাঁকোতে, পানিতে হেঁটেছি। এখন নির্বাচন আসছে। এই নির্বাচন অনেক প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ। আপনারা নিজেরা তো ভোট দেবেনই, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব নিয়ে ৭০ ভাগ ভোট দেবেন। ভোট কম কাস্ট হলে আমাদের যারা বৈদেশিক শত্রু ও অভ্যন্তরীণ দালাল আছে-তারা টিটকারি মারবে।’

উপজেলা সদরের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভোট কেন্দ্রের নির্বাচনকালীন সভাপতি মো. আহসান হাবিব সোহাগের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক মো. জিয়া হায়দার খান লিটন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিলন মাহমুদ বাচ্চুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।