জ্বালানি তেলের দাম বাড়ায় দেশে পণ্য পরিবহনে খরচ বেড়েছে স্থলপথে ৩৪ শতাংশ আর নৌ পথে সাড়ে ৩২ শতাংশ

জ্বালানি তেলের দাম বাড়ায় দেশে পণ্য পরিবহনে খরচ বেড়েছে স্থলপথে ৩৪ শতাংশ আর নৌ পথে সাড়ে ৩২ শতাংশ

জ্বালানি তেলের দাম বাড়ায় দেশের এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পরিবহন খরচ বেড়ে গেছে। সড়কপথে কাঁচামাল বা যে কোনো পণ্য পরিবহনে খরচ বেড়েছে ৩৪ শতাংশ, আর নৌ পথে সাড়ে ৩২ শতাংশ বলে জানিয়েছে পরিবহন মালিক সমিতি।

এজন্য কিলোমিটার প্রতি ভাড়া ঠিক করে দেয়ার আহ্বান জানিয়েছে মালিকপক্ষ। তা না হলে ডিজেলের বাড়তি দাম বর্তমান ভাড়ার সঙ্গে তারা সমন্বয় করে নেবেন বলে জানিয়েছেন। যার সামগ্রিক প্রভাব পড়বে পণ্যের দামের ওপর।

Pop Ads

কক্সবাজার থেকে চিচিঙ্গা, করলাসহ সাড়ে তিনশ টন সবজি নিয়ে ঢাকায় এসেছেন চালক সাইফুল ইসলাম। এ জন্য ভাড়া বাবদ নিয়েছেন আগের মতোই ১০ হাজার টাকা।

সাইফুল জানান, ডিজেলের দাম বাড়ায় তার খরচ হয়েছে ৯ হাজার ৫শ টাকা। যা আগে ছিল ৬ হাজার।

চালকরা বলছেন, দ্রুত তেলের দাম কমাতে হবে। তা না হলে এর প্রভাব পড়বে সব পণ্যের ওপর।

এ নিয়ে সংশ্লিষ্টরা বলছেন, পণ্য পরিবহনে ঢাকা- চট্টগ্রাম রুটের আসা-যাওয়ার খরচ ছিল ২২ হাজার টাকা। তেলের দাম বৃদ্ধির পর শনিবার থেকে ভাড়া বেড়ে ২৮ হাজার টাকা হয়েছে। আগের ভাড়ার সঙ্গে কিলোমিটার প্রতি ডিজেলের খরচ যোগ করা হবে।

তবে তা মানছেন না ব্যবসায়ীরা। কিলোমিটার প্রতি ভাড়া ঠিক করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পণ্য পরিবহন মালিকরা।

দেশে নৌ পথে প্রায় ৪০ শতাংশ পণ্য পরিবহন করা হয়। জ্বালানি তেলের দাম বাড়ায় বিরূপ প্রভাব পড়ছে এ পথেও। তাই পরিবহন খরচ সাড়ে ৩২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন জাহাজ মালিকরা।