টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ০১টি প্রাইভেট কারসহ ১০০ বোতল ফেন্সিডিল, ১০০ পিচ ইয়াবা, ১ কেজি গাঁজাসহ ১০ মাদক ব্যবসায়ী আটক!

টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ০১টি প্রাইভেট কারসহ ১০০ বোতল ফেন্সিডিল, ১০০ পিচ ইয়াবা, ১ কেজি গাঁজাসহ ১০ মাদক ব্যবসায়ী আটক! ছবি-আকাশ সরকার রাসেল

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলার সুযোগ্য  পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার পৃথক মাদক বিরোধী অভিযানে বগুড়া সদর ও সোনাতলা থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে অদ্য-

১৬/০৭/২০২০ ইং তারিখ সকাল ৬.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন মাটিডালী বিমান মোড়ে দিনাজপুর হইতে ঢাকাগামী একটি সাদা রংযের প্রাইভেটকার, যাহার রেজি নং যশোর-খ ১১-০০৬৯-এর পেছন ডালায়  স্কুল ব্যাগের ভেতর ১০০(একশত) বোতল ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ আব্দুল বারী(৪৫), পিতা-মোঃ মোজাম্মেল হক, সাং-মাহমুদপুর, ২।নাহিদ আহম্মেদ ফারুক(৩৫), পিতা-মোঃ মোকছেদ আলী, সাং-পূর্ব ফতেহপুর(বারুনীপাড়া),

Pop Ads

৩।মোহাম্মদ আলী(৫৫), পিতা-মৃত সৈয়ব উল্লাহ ব্যাপারী, সাং-মধ্যম মাগুরিয়া(আমবাগান), সর্বথানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুরদের গ্রেফতার করা হয়। অপর দুটি টিমের পৃথক অভিযানে ভাটকান্দি এলাকা হইতে ১০০(একশত) পিচ ইয়াবাসহ ১. মোঃ জাহাঙ্গীর আলম(৩২), পিতা-মৃত আ: হামিদ খান ও ২. মোছাঃ শারমিন আক্তার(২৮), স্বামী-মোঃ জাহাঙ্গীর আলম, পিতা-মোঃ আঃ সালাম, উভয় সাং-নাটাইপাড়া দক্ষিণ পাড়া, এ/পি-ভাটকান্দি উত্তরপাড়া, থানা ও জেলা-বগুড়া এবং

সোনাতলা থানার দিগদাইর ইউনিয়নের মহিচরণ গ্রাম হইতে ০১ (এক) কেজি গাঁজাসহ আসামী ১. মোঃ আশরাফুল ইসলাম @ আশরাফ আলী (৪৬), পিতা মৃত মন্তেজার রহমান, সাং নারুয়ামালা পশ্চিমপাড়া হাইস্কুলের পার্শ্বে, ২. মোঃ হেলাল প্রাং (৩০), পিতা মোঃ বাদশা মিয়া, আমলীচুকাই (কাগইল), উভয় থানা গাবতলী, ৩. মোঃ সাইফুল আলম (৬৩), পিতা মৃত নুরনবী, সাং উত্তর সুখানপুকুর বাঁশহাটা,

৪. মোঃ আব্দুর রশিদ সরদার (৫৯), পিতা মৃত ছইমুদ্দিন সরদার কসাই, সাং মহিচরণ মধ্যপাড়া, উভয় থানা সোনাতলা, ৫. মোঃ আমিনুল ইসলাম (৩৫), পিতা মোঃ হারুনুর রশিদ, সাং বুজরুক মাঝিড়া মণ্ডলপাড়া, থানা বগুড়া সদর, সর্বজেলা বগুড়াগণকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর ও সোনাতলা থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here