তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সামরিক হামলার হুমকি দিলো চীন

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সামরিক হামলার হুমকি দিলো চীন

তাইওয়ানকে চীন থেকে আলাদা করা বা স্বাধীন করার কোনো ধরনের চেষ্টা চালানো হলে সামরিক ব্যবস্থা গ্রহণে বা হামলা চালাতে বিন্দুমাত্র দ্বিধা করবে না বেইজিং। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে আলোচনার সময় চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এ কথা বলেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরে এশিয়ান নিরাপত্তা সম্মেলনে মুখোমুখি হন দুই পররাষ্ট্রমন্ত্রী। দ্বীপ অঞ্চল তাইওয়ানকে নিজ দেশের অংশ মনে করে চীন। কিন্তু, তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘চীন থেকে তাইওয়ানকে বিভক্ত করা হলে চীনা সামরিক বাহিনীর যে কোনো মূল্যে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’

Pop Ads

চীনের এক মুখপাত্র ওয়েই ফেংহেকে উদ্ধৃত করে বলেছেন, ‘যদি কেউ তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার সাহস দেখায়, তবে চাইনিজ পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) যে কোনো মূল্যে লড়াই চালিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘তাইওয়ানের স্বাধীনতা, জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার যে কোনো প্রচেষ্টাকে নস্যাৎ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না চীনা আর্মির।’

এ সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেন, জোরজবরদস্তি করে উত্তেজনা নিরসনের চেষ্টা চালানো উচিত নয়। অস্টিন পরে চীনা সামরিক কার্যকলাপকে ‘উস্কানিমূলক, অস্থিতিশীল’ বলে অভিহিত করেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘তাইওয়ানের কাছে প্রায় প্রতিদিনই রেকর্ড সংখ্যক চীনা বিমান উড়ছে, যা ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে।’