তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের পরিক্ষা সুসম্পন্ন

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের পরিক্ষা সুসম্পন্ন

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া (ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড) বাংলাদেশ-এর অধীনে ২৯ তম কেন্দ্রীয় পরিক্ষা গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) ২৩ শাবান ১৪৪৪ হিজরী সকল বিভাগের পরিক্ষা শেষ হয়েছে।

এ বছর কিতাব বিভাগের বিভিন্ন জামাতের প্রায় ২৭ হাজার ছাত্র কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণ করে। উল্লেখ্য, মকতব, হিফজ, হিফজ খতমী বিভাগের পরিক্ষা (৬ মার্চ) ১৩ শাবান ১৪৪৪ হিজরী থেকে শুরু হয়। আর কিতাব বিভাহের পরিক্ষা (৯ মার্চ) ১৬ শাবান ১৪৪৪ হিজরী থেকে শুরু হয়।

Pop Ads

সকল বিভাগের পরিক্ষা গতকাল (১৬ মার্চ) বৃহস্পতিবার শেষ হয়েছে। বরাবরের মতই ক্বওমী মাদ্রাসার ঐতিহ্য বজায় রেখে নকলমুক্ত ও মনোরম পরিবেশে ২৯ তম কেন্দ্রীয় পরিক্ষা সুসম্পন্ন হয়েছে।

সুষ্ঠ ও সুন্দরভাবে পরিক্ষা অনুষ্ঠিত হওয়ায় তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া (ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড) বাংলাদেশ-এর নাযিমে ইমতিহান মাওলানা আব্দুল হক হক্কানী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আল্লাহর শুকরিয়া আদায় করেন।