তারেক রহমানের নির্দেশে বগুড়ায় সিপারের উদ্যোগে কর্মহীন নেতাকর্মী ও জনমানুষের মাঝে খাদ্য সহায়তা বিরতণ

সুপ্রভাত বগুড়া (আল-আমীন): বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের অসচ্ছল নির্যাতিত কারাবরন কারী ত্যাগী নেতাকর্মী যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ব্যাপক ভুমিকা পালন করেছেন। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন সময়ে মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

এছাড়া এ পর্যায়ে ভয়ংকর করোনায় সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তায় কাতর হয়ে পড়েছেন, তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, যুবদল বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি, জেলা বিএনপির প্রচার সম্পাদক কাউন্সিলর সিপার আল বখতিয়ার। এই দুঃসময়ে তিনি যে পদক্ষেপ নিয়েছেন তা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রতিদিনের কর্মসুচির আওতার অংশ হিসেবে মঙ্গলবার ১১ নম্বর ওয়ার্ডের অসচ্ছল ওইসকল নেতাকর্মীদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়।

Pop Ads

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ কর্মসুচির আওতায় ত্যাগী নেতাকর্মীরা করোনা ভাইরাসের এই দুর্দিনে খাদ্য সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

তারা এসব পেয়ে আরো আতœবিশ^াসী হয়ে আগামীদিনে রাজপথে আন্দোলন-সংগ্রামে শরীক হওয়ার শপথ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন চাঁন বলেন, বিএনপি জনগনের দুর্দিনে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, সিপার আল বখতিয়ার শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে নেতাকর্মীসহ সাধারন জনগনের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তা কর্মহীন নেতাকর্মীসহ সকলে কাছে স্মরণীয় হয়ে থাকবে। ইনশাল্লাহ বিএনপি সকল বাধা অতিক্রম করে জনগনের প্রত্যক্ষ ভোটে আবারও ক্ষমতায় আসবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ার, সদর যুবদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রুবেল, লুৎফর রহমান, যুবদল জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, সাবেক কাউন্সিলর মাসুদ রানা, আহম্মেদ বিন বিল্লাহ শান্ত, আক্তারুজ্জামান লিটন, জুম্মন আলী শেখ, রাজীব, মমিন, আকরাম, বিপ্লব প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here