দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

21
দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে জানিয়েছে সারাদেশে দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, আগামী পাঁচদিনে দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আগামী পাঁচদিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৩০ অক্টোবর) সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে।

Pop Ads

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

আজ সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৮৭ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা পাঁচটা ২১ মিনিটে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয়: সকাল ছয়টা তিন মিনিটে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোনায় ৩৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ২ ডিগ্রি।