দেশের বাজারে শাওমি আনলো রেডমি ৯এ !

দেশের বাজারে শাওমি আনলো রেডমি ৯এ !
সুপ্রভাত বগুড়া (ব্যবসা-বাণিজ্য): গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি আজ (বৃহস্পতিবার) দেশের বাজারে উন্মোচন করেছে নতুন ফোন ‘রেডমি ৯এ’। ফোনটি চলতি মাসে দেশে আনা রেডমি ৯ সিরিজের দ্বিতীয় ফোন। এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে এতে থাকছে শক্তিশালী চিপসেট এবং প্রিমিয়াম সব ফিচার।
শাওমি বাংলাদেশ-এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, উল্লেখযোগ্য স্মার্টফোন অভিজ্ঞতা সবার কাছে সহজলভ্য করাই আমাদের লক্ষ্য। সাশ্রয়ীমূল্যে শাওমির রেডমি ৯এ স্মার্টফোনটি ৫০০০এমএএইচ ব্যাটারি এবং ৬.৫৩ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লের সাথে প্রত্যাশিত পারফরম্যান্স নিশ্চিত করবে। আমাদের বিশ্বাস রেডমি ৯এ ডিভাইসে থাকা হার্ডওয়্যার এবং সফটওয়্যারে মি ফ্যান এবং গ্রাহকরা খুব সন্তুষ্ট হবে।
আমরা গ্রাহকদের জন্য রেডমি পরিবার থেকে সেরা ফোনটিই তুলে দেবার প্রত্যাশা করি। রেডমি ৯এ স্মার্টফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির বড় আকৃতির ডট ড্রপ ডিসপ্লে। যার কালার কনট্রাস রেশিও : ১৫০০:১ (টিওয়াইপি), রয়েছে টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন। এই ডিসপ্লে ব্যবহারকারীকে এক অন্যরকম অভিজ্ঞতা দেবে।
উন্নতমানের ছবি তুলতে ডিভাইসটির পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফির জন্য রয়েছে সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় রয়েছে এলইডি ফ্ল্যাশ, প্যানারোমা ফিচার। ছবির পাশাপাশি ধারণ করা যাবে ১০৮০ পিক্সেল ভিডিও। ফলে যেকোনো অবস্থায়ই দ্রুত ও সহজেই পরিষ্কার ছবি ও ভিডিও ধারণ সম্ভব।
রেডমি ৯এ ডিভাইসে রয়েছে মিডিয়াটেক হেলিও জি২৫ অক্টা-কোর গেইমিং চিপসেট। আপ টু ২.০ গিগাহার্জ সিপিইউ এবং ১২ ন্যানোমিটার প্রসেস টেকনোলজি।
অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের পাশাপাশি রয়েছে শাওমির কাস্টমাইজড এমআইইউআই ১২। পাওয়া যাবে ফলে দিনভর একটা ভালো অপারেটিং অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। ফোনটিতে দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ পেতে রয়েছে ৫০০০এমএএইচের শক্তিশালী ব্যাটারি। ১০ ওয়াট ওয়্যার চার্জিং সাপোর্টসহ বক্সেই থাকছে ১০ওয়াটের চার্জার। থাকছে ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ, যা মেমোরি কার্ডে বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত।
এছাড়াও ফোনটিতে রয়েছে ডুয়েল ফোরজি সাপোর্ট সিম, ওয়াইফাই, ব্লুটুথ, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ফেইস আনলকসহ নানান ফিচার। রেডমি ৯এ বাংলাদেশে পাওয়া যাবে গ্রানাইট গ্রে, পিকক গ্রিন, স্কাই ব্লু এই তিন রঙে। ২৪ জুলাই ২০২০ থেকে শাওমির অথোরাইজড মি স্টোর এবং রিটেইল পার্টনার স্টোরে ফোনটি পাওয়া যাবে। রেডমি ৯এ ফোনটির দাম ৯,৯৯৯ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here