দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

সুপ্রভাত বগুড়া (জীবন-জীবীকা): আগামী সোমবার পর্যন্ত রংপুর ও রাজশাহী ছাড়া দেশের অন্য বিভাগগুলোয় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময় দেশের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক কাওসার পারভীন জানান, মঙ্গলবার থেকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে। বৃষ্টিপাত শেষ হয়ে যাওয়ার পর রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমে আসবে।

Pop Ads

দেশের বিভিন্ন স্থানে এসময় থেকে কিছুটা শীত অনূভূত হবে বলেও জানান কাওসার পারভীন। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে।

হঠাৎ বৃষ্টিতে কমেছে গত কয়েকদিনে ভ্যাপসা গরম। তাপমাত্রা কিছুটা কমার পাশাপাশি ঠাণ্ডা বাতাসও বয়ে যাচ্ছে।