দ্রুত মেকআপের কিছু টিপস

29
দ্রুত মেকআপের কিছু টিপস

কর্মক্ষেত্রে পৌঁছানোর জন্য তাড়া থাকে প্রায় সকলেরই। বের হওয়ার আগে সামান্য মেকআপ না করলে চেহারায় ক্লান্ত ভাব দেখা যায়। সেক্ষেত্রে দ্রুত মেকআপের জন্য কিছু টিপস অনুসরণ করতে পারেন।

১. ত্বক ভালোভাবে পরিষ্কার করে প্রথমে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

Pop Ads

২. ডার্ক সার্কেল বা কোনো দাগ- ছোপ থাকলে, ময়েশ্চারাইজারের পর কনসিলার ব্যবহার জরুরি।

৩. এরপর হালকা কোনো ফাউন্ডেশন বা বি বি ক্রিম লাগাতে হবে।

৪.এখন আই ভ্রু পেন্সিল ব্যবহার করে ভ্রু সাজান।

৫. এবার মাসকারা ব্যবহার করুন। চোখের পাতার ঘনত্ব অনুযায়ী মাসকারার স্ট্রোক দিতে হবে।

৬. স্কিনটোনের সঙ্গে মানানসই হালকা ব্লাশ ব্যবহার করতে পারেন।

৭. সবেশেষে থাকবে লিপ কালার। মুখের সঙ্গে মানানসই লিপস্টিক ব্যবহার করুন।

৮. মেকআপ শেষে সেটিং স্প্রে ব্যবহার করুন। এতে মেকআপ দীর্ঘস্থায়ী হয়।