ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে-মিলন

আজ শুক্রবার সকালে বগুড়া সদরের গোকুল কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি মাসুদুর রহমান মিলন সিআইপি। ছবি-হেলাল

স্টাফ রিপোর্টার: ২ কোটি টাকা ব্যয়ে বগুড়া গোকুল কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সদরের গোকুল মসজিদ চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ।

মসজিদ নির্মান কমিটির সদস্য সচিব ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি মাসুদুর রহমান মিলন সিআইপি।

Pop Ads

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুলতান মাহমুদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদর চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, গোকুল কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি ফেরদৌস আলম পিলু, ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আলী রেজা তোতন।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এমআর বিপ্লব, মসজিদের সভাপতি তরিকুল ইসলাম তালিম,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সদস্য এবিএম মিলন সহ অতিথিবন্দ। অনুষ্ঠান মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ তাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, রেডিওতে কোরআন তেলাওয়াত চালু সহ বিভিন্ন কল্যানকর কাজ করে গেছেন। ইসলামের কল্যানে বঙ্গবন্ধুর অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোন স্থান নেই।

বর্তমান সরকার ইমাম-উলামাদের কল্যানে কাজ করে যাচ্ছে। সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। মসজিদ হচ্ছে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠার অন্যতম স্থান। মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।