নাটোরের লালপুরে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু !

সুপ্রভাত বগুড়া (নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধি): নাটোরের লালপুরে গাছের আমড়া পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বড় ভাই দুলাল আলমের ইটের আঘাতে ছোট ভাই মিজান উদ্দিন (৩৮) এর মৃত্যু হয়েছে।

তারা লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
স্থানীয় ও লালপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার কাশেমপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে দুলাল ও মিজানের মধ্যে বৃহস্পতিবার সকালে আমড়া পাড়া নিয়ে দু’জনের মধ্যে বাক বিতন্ডা হয়।

Pop Ads

এক পর্যায়ে ছোট ভাই মিজানকে বড় ভাই দুলাল পেছন থেকে ইট দিয়ে মাথার পেছন অংশে আঘাত করে, এতে সে মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীরা  দুলালকে আটকে রেখে লালপুর থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত মিজানের লাশ উদ্ধার করে এবং দুলালকে আটক করে পুলিশ। লালপুর থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাপাতালে পাঠানো হয়েছে। নিহতের ভাইকে জিজ্ঞাসবাদের জন্য থানায় আনা হয়েছে।’ এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here