নারায়ণগঞ্জে ৪টিতে নৌকা, ১টিতে লাঙ্গলের বিজয়

4
নারায়ণগঞ্জে ৪টিতে নৌকা, ১টিতে লাঙ্গলের বিজয়

জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি নির্বাচনী আসনের বেসরকারি ভাবে ঘোষিত ফলাফলে চারটি আসনে নৌকা প্রতীকের প্রার্থী জয়ী এবং একটি আসন লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর প্রাথর্থীদের সমর্থকদের মধ্যে উল্লাস দেখা দিয়েছে এবং তারা বিজয়ের স্লোগান দিয়ে রাজপথে নেমে আসে।

রোববার (৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

Pop Ads

এদিকে বিজয়ীরা হলো নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। আর ১২৮টি কেন্দ্রে ভোট গণনা শেষে নৌকা মার্কা নিয়ে পেয়েছেন এক লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৬৮ হাজার ২৪২ ভোট। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রর্তীকের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। আর ১৩১টি কেন্দ্রে ভোট গণনা শেষে নৌকা মার্কা নিয়ে আব্দুল্লাহ আল কায়সার পেয়েছেন এক লাখ ১২ হাজার ৮০৮ ভোট।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বিপুল ভোটে পূনরায় বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম শামীম ওসমান। আর ২২৯টি কেন্দ্রের ভোট গণনা শেষে শামীম ওসমান এক লাখ ৯৫ হাজার ৮২৭ ভোট পেয়েছেন। নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। এ আসনের ১৭৫টি ভোট কেন্দ্রে গণনা শেষে লাঙ্গল মার্কা নিয়ে সেলিম ওসমান পেয়েছেন এক লাখ ১৫ হাজার ৪২৫ ভোট।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।