পাকিস্তান সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল ইংল্যান্ড কোচ

পাকিস্তান সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল ইংল্যান্ড কোচ ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): করোনা আবহের মধ্যেই তিন টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড যায় পাকিস্তান। ইতিমধ্যে ম্যাঞ্চেস্টারে শুরু হয়েছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ।

এর মধ্যেই পাকিস্তান সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল ইংল্যান্ড কোচ। আগামী দু’ বছরের মধ্যে পাকিস্তানের মাটিতে টি-২০ সিরিজ খেলতে কোনও অসুবিধা নেই জানালেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ ক্রিস সিলভারউড।

Pop Ads

যদিও আইসিসির ভবিষ্যৎ সফর সূচিতে ২০২২ সালের আগে পাকিস্তানে ইংল্যান্ডের কোনো সিরিজ খেলতে যাওয়ার কথা নেই।

তবে এর মাঝে ইংল্যান্ড জাতীয় দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে আসুক, এমন চাওয়ার কথা আগেই জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান।

এ ব্যাপারে বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই সিলভারউড স্কাই স্পোর্টস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার কাছে এটি আলোচনার দুর্দান্ত বিষয়।

ব্যক্তিগতভাবে, আমার যেতে কোনও সমস্যা হবে না।’সিলভারউড আরও ইঙ্গিত দিয়েছেন যে, বিষয়গুলো পরস্পরবিরোধী সফরের পথে রয়েছে। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা পাকিস্তানের প্ল্যাকিড উইকেটে খেলতে আগ্রহী।

তিনি বলেন, ‘আমি কখন যাইনি, তাই গিয়ে দেখতে ভালো লাগবে। আমি জানি, আমাদের ব্যাটসম্যানরা ওদের পিচে ব্যাটিংয়ের অপেক্ষায় রয়েছে। আমরা সেই পরিকল্পনার দিকে এগোচ্ছি।’

নিরাপত্তার কারণে ২০০৫-০৬ সাল থেকে পাকিস্তান সফর এড়িয়ে চলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু আগামী দু’বছরের ব্যবধানে পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন ইংল্যান্ড কোচ।

২০২২ সালে উপ-মহাদেশের এই দেশটিতে সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ হলে তাতে যেতে কোনও আপত্তি নেই জানালেন সিলভারউড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here