প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হলো তাসকিনের?

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেন তাসকিন

সুপ্রভাত ডেস্ক : শনিবার ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার প্রাপ্তদের তালিকায় ছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদও। সকালে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুরস্কার তুলে দিয়েছেন। এসময় তাসকিনের কাছ থেকে ক্রিকেটের ব্যাপারে খোঁজ খবরও নিয়েছেন শেখ হাসিনা।

পুরস্কার পেয়ে দারুণ আপ্লুত তাসকিন সেই গল্প শোনালেন গণমাধ্যমের কাছে, “(প্রধানমন্ত্রী) জিজ্ঞাসা করছিলেন যে, সামনে কী কী খেলা আছে! মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে, ‘সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে। সবার জন্য শুভ কামনা ভালো মতো খেলো।’’

Pop Ads

পুরস্কার পেয়ে দারুন খুশি তাসকিন, ‘প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম, সেটিও মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে, যেটা আমার জন্য খুবই গর্বের বিষয়। আমার আসলে খুবই ভালো লাগছে।’

জিম্বাবুয়েতে জিম-আফ্রো টি-টেন লিগে তাসকিনের গতি ও সুইংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের বুকে কাঁপন ধরেছিল। টি-টেনের মতো টুর্নামেন্টে যেখানে ব্যাটারদের আধিপত্য, সেখানে বল হাতে রাজত্ব করেছেন তিনি। টুর্নামেন্টের ৭ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা উইকেট শিকারি। টি-টেনের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন গতিময় এই পেসার, ‘আসলে যে কোনও জায়গায় ভালো পারফর্ম করতে পারলে সেটা আত্মবিশ্বাস জোগান দেয়। আশা করি, এটাও কাজে লাগবে। কারণ টি-টেন বেশ কঠিন একটা ফরম্যাট ছিল। ইনশাআল্লাহ সামনের খেলায় কিছুটা হলেও আমাকে সহায়তা করবে।’

চলতি বছর বিদেশি লিগে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার খেলছেন। জিম-আফ্রো টি-টেন লিগে মুশফিকুর রহিমও খেলেছেন। কানাডা লিগে সাকিব আল হাসান ও লিটন দাস খেলেছেন। এর বাইরে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলছেন তাওহীদ হৃদয়, সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ মিঠুনরা। এত সংখ্যক ক্রিকেটারদের বিদেশি লিগে খেলাকে ইতিবাচকভাবে দেখছেন তাসকিন, ‘এটা খুবই ইতিবাচক দিক। দলগতভাবে এবং ব্যক্তিগতভাবেও আমরা ভালো করছি। এটা খুব ভালো দিক যে প্রত্যেকটা লিগ থেকে অনেক আগ্রহ দেখা যাচ্ছে।’