ফের এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী থাকল ভারতের উত্তরপ্রদেশ

ফের এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী থাকল ভারতের উত্তরপ্রদেশ ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): ফের এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী থাকল ভারতের উত্তরপ্রদেশ। সেখানে আখের খেত থেকে ১৩ বছরের এক দলিত কিশোরীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে।

ধর্ষণের পর শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতীকারীরা তার চোখ উপড়ে ফেলেছে এবং জিভ কেটে নিয়েছে বলেও অভিযোগ করেছেন মেয়েটির বাবা।

Pop Ads

এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত শুক্রবার (১৪ আগস্ট) রাতে লখনউ থেকে ১৩০ কিলোমিটার দূরে নেপাল সীমান্তের কাছে অবস্থিত উত্তরপ্রদেশের লখিমপুর খীরী জেলার পকরিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল মেয়েটি। সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরও সে বাড়ি না ফেরায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে শুরু করেন তাঁর পরিবারের সদস্যরা।

সেই সময় একটি আখের খেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় মেয়েটির দেহ খুঁজে পাওয়া যায়।সংবাদ মাধ্যমে মেয়েটির বাবা বলেন, ‘সব জায়গায় মেয়েকে খুঁজে বেড়াচ্ছিলাম।

একটি আখের ক্ষেতে ওঁর দেহ খুঁজে পাই। ওঁর চোখ উপড়ে নেওয়া হয়েছিল। কেটে নেওয়া হয়েছিল জিভ। গলায় ওড়না বেঁধে শ্বাসরোধ করে খুন করা হয় ওঁকে।’

এদিকে, পুলিশ যে দু’জনকে গ্রেফতার করেছে, তাঁদের মধ্যে এক জনের জমি থেকেই মেয়েটির দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে।তবে নিহত কিশোরীর চোখ উপড়ে নেওয়া এবং জিভ কেটে নেওয়ার দাবি খারিজ করেছে পুলিশ।

লখিমপুর খীরীর পুলিশ প্রধান বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কথা নিশ্চিত করা হয়েছে। ওই গ্রামেরই বাসিন্দা দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

ওদের বিরুদ্ধে ধর্ষণ, খুন এবং জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করব আমরা।’এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র নেত্রী মায়াবতী।

টুইটারে তিনি লেখেন, ‘লখিমপুর খীরীর পকরিয়া গ্রামে দলিত সম্প্রদায়ের ওই নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক। এই ধরনের ঘটনা যদি ঘটতেই থাকে,

তাহলে সমাজবাদী পার্টি এবং বিজেপির মধ্যে আর তফাত রইল কোথায়? আজমগঢ়ের মতো লখিমপুর খীরীর অপরাধীদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করুক সরকার, এটাই বিএসপির দাবি।’

ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ বলেন, ‘বিজেপির আমলে দলিত নিপীড়ন চরমে পৌঁছেছে। এটা যদি জঙ্গলরাজ না হয়, তাহলে আর কী? আমাদের মেয়েরা নিরাপদ নয়, মাথা গোঁজার জায়গা নিরাপদ নয়, চারিদিকে আতঙ্কের পরিবেশ।

এখনই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ করা উচিত।’এর আগে গত সপ্তাহেই একই ধরনের নৃশংসতার সাক্ষী থেকেছিল উত্তরপ্রদেশ।

দিল্লি থেকে ১০০ কিলোমিটার দূরে হাপুরে ছ’বছরের বালিকাকে অপহরণের পর ধর্ষণ করা হয়।

সেই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মেয়েটি এই মুহূর্তে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here