বগুড়া ধুনটে নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক খাদে !

বগুড়া ধুনটে নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক খাদে ! ছবি-ওহাব

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব): বগুড়ার ধুনটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে বালু বোঝাই ট্রাক। এ ঘটনায় চালক ও হেলপার আহত হয়েছে। দুজনের বাড়ী শাজাহানপুর উপজেলায়। তবে গ্রামের নাম জানা যায়নি। চালক সুমন রফিকুল ইসলামের ছেলে এবং হেলপার রফিকুল কাজেম উদ্দীনের ছেলে।

সোমবার রাত ৮ টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম পশ্চিমপাড়া পুরনো ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।

Pop Ads

ট্রাক চালক সুমন জানায়,  বিকেলে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ঢেকুরিয়া এলাকা থেকে ট্রাক ভর্তি বালু নিয়ে বগুড়া শাহজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকার উদ্দেশ্যে রওনা হয়। পথি মধ্যে ট্রাকটি ( বগুড়া-ড ১১-২০৮৬) সরুগ্রাম এলাকায় পুরনো (অব্যবহৃত) মাঠের কাছে পৌঁছিলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশের খাদে পড়ে যায়।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, ট্রাকটি খাদে পরে গেলে আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের নিকট নিয়ে যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে এবং পুলিশ ঘটনাস্থলে পৌছেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ট্রাক চালক সুমন ও শ্রমিক রফিকুলের নিকট ট্রাকটির মালিকের নাম জানতে চাইলে তারা উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here