বগুড়া সান্তাহার পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের উম্মুক্ত বাজেট অধিবেশন

বগুড়া সান্তাহার পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের উম্মুক্ত বাজেট অধিবেশন। ছবি-শিমুল হাসান

সুপ্রভাত বগুড়া (শিমুল হাসান,আদমদীঘি,বগুড়া, প্রতিনিধি): সোমবার বেলা ১২টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার  ২০২০-২১ অর্থ বছরের জন্য মোট ২৫ কোটি ৫০ লাখ ৫শত টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে এবং বাজেটে  ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৭২৫ টাকা রাজস্ব ঘাটতি দেখানো হয়েছে।

বাজেট ঘোষণা করেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। প্রস্তাবিত বাজেটে ১২ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব খাতে ব্যায় এবং ১৩ কোটি ২৫ লাখ ৫শত টাকা উন্নয়ন খাতে সরকারি বরাদ্দ প্রাপ্তি বাজেট ঘোষনা করা হয়েছে।

Pop Ads

এই বাজেট অধিবেশনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার প্যালেন মেয়র মজিবর রহমান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জার্জিস আলম রতন, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, কাউন্সিলর সাইফুল ইসলাম খোকন, কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রতনা,

জাহানারা বেগম, পৌর কর্মচারী তুহিন ইসলাম প্রমূখ। মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু তাঁর বক্ত্যেবে, বাজেট বাস্তবায়নে পৌরসভার সকল স্থরের নাগরিকের সহযোগীতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here