বগুড়ার দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আদমদীঘি উপজেলা প্রকৌশলী দপ্তরের হিসাব রক্ষক আব্দু রাজ্জাক নিহত !

বগুড়ার দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আদমদীঘি উপজেলা প্রকৌশলী দপ্তরের হিসাব রক্ষক আব্দু রাজ্জাক নিহত ! ছবি-রায়হান

সুপ্রভাত বগুড়া (রায়হানুল ইসলাম): দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক(৫৫) নামের মোটরসাইকেল চালক মারা গেছেন। তিনি বগুড়া সদরের নারুলী এলাকার বাসিন্দা এবং আদমদীঘি উপজেলা প্রকৌশলী দপ্তরের হিসাব রক্ষক।

২৬জুলাই রোববার বিকালে নওগাঁ-বগুড়া সড়কের তিষীগাড়ী নামকস্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন বিকেলে মোটরসাইকেল চালক আদমদীঘি থেকে বগুড়ায় যাচ্ছিলেন।

Pop Ads

পেছন থেকে শতাব্দি পরিবহন নামে একটি ট্রাক(ঢাকা মেট্রো-ট-২২-২৯৭৩) ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর পড়ে যায়। এসময় ঘাতক ট্রাকটি তার ওপরদিয়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এসময় ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ঘটনাস্থলের অদূরে সিও অফিস বাসস্ট্যান্ড কাঁচা বাজার এলাকায় রেখে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ান সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় নিয়ে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here